জঙ্গি আস্তানায় নিহত একাধিক জঙ্গি : র্যাব
রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাসা ঘিরে অভিযান শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটায়িলন (র্যাব)। এসময় একাধিক জঙ্গি সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে অভিযানে নামে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ‘আমাদের গোয়েন্দা তথ্য ছিলো যে এরকম জায়গায় জঙ্গিরা অবস্থান করছে ও কোনো নাশকতার পরিকল্পনা করছে। এই জায়গার ছয়তলা বাড়ির পাঁচতলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় জঙ্গিদের সঙ্গে কিছু গোলাগুলিও হয়। কিছু গ্রেনেড নিক্ষেপ হয়। কিছু ক্যাজুয়ালটি হয়েছে। নিহত হয়েছে কয়েকজন।
কিন্তু যেহেতু কিছু জিনিস পড়ে আছে, সেহেতু ইটস নট সেফ টু এনটার বিফোর দ্য স্পেশালাইজড টিমস অ্যারাইভাল। বিল্ডিংটার সেফটি এনশিওর করতে হবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন