জনসভার অনুমতি না পেলে তাৎক্ষণিক কর্মসূচি দেবে বিএনপি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী রোববার জনসভার অনুমতি না দিলে তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির নেতাদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে কি ধরনের কর্মসূচির নেয়া হবে তা জানানো হয়নি।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা করেছি। জনসভার অনুমতি পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে থেকে কিছু বলা যাবে না। অনুমতি না পেলে তাৎক্ষণিক সিদ্ধান্ত হবে।’
বৈঠক সূত্রে জানা গেছে, অনুমতি পেলে জনসভায় বিএনপি বেশ কয়েকটি দাবি উপস্থাপন করবে। দাবিগুলোর মধ্যে রয়েছে, নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে। নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্বাচন পুনঃগঠন করতে হবে। নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ইভিএম ব্যবহার করা যাবে না।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। সেখানে এসব বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন