জলবায়ু দেখভাল স্যাটেলাইট পাঠাল জাপান
জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ করতে মহাকাশে একটি স্যাটেলাইট পাঠিয়েছে জাপান। গ্রিনহাউস গ্যাস দেখভাল করতে সোমবার পাঠানো এ স্যাটেলাইটটির পুরোটাই আরব আমিরাতে তৈরি।
মহাসাগরের ওপরের আবহাওয়া পর্যবেক্ষণের জন্য একই দিন যৌথ স্যাটেলাইট পাঠিয়েছে চীন ও ফ্রান্স। প্রথমবারের মতো সম্মিলিতভাবে পাঠানো এ স্যাটেলাইটটি জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরীক্ষণ ও ভূমিকম্প পূর্বাভাস দিতে সক্ষম হবে। খবর এএফপির।
জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (জাক্সা) জানায়, স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ৮ মিনিটে দেশটির এইচ-১১এ রকেট নিয়ে স্যাটেলাইটটি তানেগাসিমা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।
১৬ মিনিট পরে এটি জাপানের কক্ষপথ ইবুকি-২তে গিয়ে পৌঁছায়। স্যাটেলাইটটির দাফতরিক নাম গোস্যাট-২ (গ্রিনহাউস গ্যাস অবজারভিং স্যাটেলাইট-২)।
এটি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইডসহ অন্যান্য গ্যাসের সুস্পষ্ট পর্যবেক্ষণ করতে সক্ষম।
একই দিন বেইজিংয়ের ‘লং মার্চ ২সি’ শ্রেণীর রকেট থেকে যৌথ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন ও ফ্রান্স। চীনের বিজ্ঞান, প্রযুক্তি ও জাতীয় প্রতিরক্ষা শিল্প প্রশাসন জানায়, স্থানীয় সময় রাত ১২টা ৪৩ মিনেটে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি পাঠানো হয়েছে। পরে পৃথিবী থেকে ৫২০ কিলোমিটার দূরে অবস্থিত কক্ষপথে প্রবেশ করে। ৬৫০ কেজি ওজনের (১,৪৩০ পাউন্ড) এ স্যাটেলাইটটি প্রথমবারের মতো যৌথভাবে চীন ও ফ্রান্সের নির্মিত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন