জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের কেন্দ্রীয় কমিটি গঠন

জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

বেগম তানিয়া রবকে সভাপতি ও এডভোকেট সৈয়দা ফাতিমা হেনাকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট জাতীয় সমাজতান্ত্রিক নারী জোট এর কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি গঠন করা হয়।

বেগম তানিয়া রব এর সভাপতিত্বে এডভোকেট সৈয়দা ফাতিমা হেনার সঞ্চালনায় ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়ন সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে। নারীর প্রতি বৈষম্য মূলক উপনিবেশিক আইন বাতিল করে নারীর অধিকার এবং মর্যাদাকে অক্ষুন্ন রাখতে হবে। নারীর মর্যাদা ক্ষুন্ন করে মানবিক সমাজ নির্মাণ করা যায়না। নারীর অধিকার ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলে অন্তর্ভুক্তিমূলক প্রগতিশীল সমাজ নির্মাণ করা সম্ভব হবে না।

‘জাতীয় সমাজতান্ত্রিক নারী জোট’ গঠনের লক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেএসডির সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

দেশের বিভিন্ন অঞ্চল থেকে সভায় অংশ গ্রহন এবং আলোচনা করেন বেগম হাসিনা রওনক, বেগম রেজিয়া মজুমদার, মিসেস রেহানা মমদেল, ব্যারিস্টার ফারাহ্ খান, বেগম আনিসা রত্না, মিসেস শিরিন আকতার, ইলোরা খাতুন সোমা, ফারজানা দিবা, মিসেস শাহানা ফেরদৌস ডলি, মিসেস নফিসা আনজুম, বেগম মহুয়া কুদরত খোদা, মিসেস সেলিনা সুলতানা শিলু, প্রফেসর রেহানা হোসেন মনি, বেগম খোরশেদা সুলতানা সুমি, সুমিতা বড়ুয়া মুন্নী, মিসেস আয়শা খাতুন, মিসেস মেহেরুন নেছা শাহীন, বেগম মীনা আখতার, মোছাম্মেদ মায়া খাতুন, মনোয়ারা মুন্নি, পারভিন আখতার, মিতা ইসলাম, শাহনাজ পারভিন পপি, এডভোকেট লাভলী মজুমদার, ফরিদা ইয়াসমিন পিনু প্রমুখ।