জাতীয় পার্টিতে পদ পেলেন হিরো আলম

নিজের তৈরি সিনেমা স্টাইলের মিউজিক ভিডিও দিয়ে ইউটিউবের মাধ্যমে আলোচিত হয়ে ওঠা হিরো আলম এবার সত্যি সত্যিই জাতীয় পার্টির পদ পেয়ে গেলেন।
তাকে জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) সংগঠনের সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানার এক সাংগঠনিক আদেশে এ কথা জানানো হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করে ব্যাপক আলোচনার জন্ম দেন হিরো আলম। শেষ পর্যন্ত তিনি অবশ্য জাতীয় পার্টির প্রতীকে নির্বাচন করতে পারেননি। তাকে দলের সদস্যও করা হয়নি।
তবে শেষ পর্যন্ত এরশাদের পার্টিতেই তার জায়গা হলো।
হিরো আলম নিজ হাতেই সাংগঠনিক আদেশপত্র গ্রহণ করেছেন।
সংগঠনের মুখপাত্র ইঞ্জিনিয়ার রকি জানান, গত ১ মে সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পদ লাভ করেন হিরো আলম। এরপর সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হলেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন