জাপানকে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালে সুইডেন নারী ফুটবলাররা
বিশ্বকাপের অন্যতম দাবিদার জাপানকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে সুইডেন।
শুক্রবার (১১ আগষ্ট) নিউজিল্যান্ডসের ইডেন পার্ক স্টেডিয়ামে সুইডেনের কাছে ২-১ গোলে হেরেছে ২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়ন জাপান।
বিশ্বকাপে শেষ ষোলোতে নরওয়ের সাথে ম্যাচের আগে জাপানের গোল পোস্টে কোনো দল বল ঢুকাতে পারেনি। তবে শেষ আটে সুইডেন থেকে দুই গোল হজম করতে হয়েছে জাপানকে।
কোয়ার্টারের প্রথমার্ধে ঠিক জমাতে পারেনি জাপান। এ সুযোগটি নিয়ে ম্যাচের ৩২ মিনিটে সুইডেনের হয়ে প্রথম গোলটি করে অ্যামান্ডা ইলেস্টেড।
দ্বিতীয়ার্ধে সুইডেনের তিনটি আঘাত রুখে দেন জাপানি গোলকিপার আয়াকা ইয়ামাশিতা। তবে ৫১ মিনিটে ফিলিপ্পা আনগেলদাহি সুইডেনের হয়ে দ্বিতীয় গোলটি করেন। সুইডেন এগিয়ে যায় ২-০ তে।
ম্যাচের ৬৩ ও ৬৮ মিনিটে জাপান দুইবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ৭৬ মিনিটে একটি পেনাল্টি মিস করে জাপান। ৮৭ মিনিটে জাপানের হোনোকা হায়াশির এই ম্যাচে তাদের একমাত্র গোলটি করেন। দশ গজ দূর থেকে নেওয়া তার নিচু শট থেকে গোলটি আসে।
শেষ তিন মিনিটে আর কিছু করতে পারেনি জাপান। সুইডেনের কাছে ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল জাপান।
জাপানকে হারিয়ে গতবারের মতো এবারও সেমিফাইনাল নিশ্চিত করলো সুইডেন নারী ফুটবল দল।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন