জাবিতে প্রজাপতি মেলা শনিবার
“উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি” স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে ৮ম প্রজাপতি মেলা অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর শনিবার।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে জাবি সাংবাদিক সমিতি’র (জাবিসাস) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ‘প্রজাপতি মেলা-১৭’র আহ্বায়ক ড. মো. মনোয়ার হোসেন।
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, শনিবার সকাল ৯টায় মেলাটির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। অনুষ্ঠানে জাপানের গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি ফর এডভান্সড স্টাডিস বিভাগের অধ্যাপক ড. কেনটারো আরিকাওয়া’কে ‘বাটারফ্লাই এওয়ার্ড-১৭’ প্রদান করা হবে।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে প্রাণীবিদ্যা বিভাগের উদ্যোগে ধারাবাহিকভাবে এ মেলার আয়োজন করা হচ্ছে। এবারের প্রজাপতি মেলায় ৬০ এর অধিক প্রজাপতি প্রদর্শন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন