শেষ মিনিটের গোলে মালদ্বীপকে হারালো বাংলাদেশ

বাংলাদেশ কোচ মাহবুব হোসেন রক্সি ও মালদ্বীপ কোচ এহসান আবদুল গণি খুবই ঘনিষ্ঠ বন্ধু। আবদুল গণি তাজিকিস্তানের বিপক্ষে খেলায় মাঠে এসে উৎসাহও দিয়েছেন বাংলাদেশকে। কিন্তু কোচ রক্সি নিশ্চয় শিষ্যদের বলে দিয়েছিলেন এর প্রতিদান মাঠে না দিতে। তাই তো শেষ মিনিটের গোলে গণির শিষ্যদের ১-০ ব্যবধানে হারিয়ে দিল বাংলাদেশের যুবারা। এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্বে তাজিকিস্তানের সাথে গোলশূন্য ড্রয়ের পর এবার মালদ্বীপের বিপক্ষে জিতল তারা। টুর্নামেন্টে দুই ম্যাচে একটিও গোল হজম করেনি বাংলাদেশ।

এর আগে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারিয়েছিল বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রাখল এএফসি বাছাইপর্বে এসেও। তাজিকিস্তানের দুশানব সেন্ট্রাল স্টেডিয়ামে প্রথম থেকেই একের পর এক আক্রমণে মালদ্বীপের রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে বাংলাদেশ। কিন্তু গোল পাচ্ছিল না তারা। শেষপর্যন্ত ম্যাচের ৯০ মিনিটে দলকে কাঙ্খিত গোলটি এনে দেন মাহবুবুর রহমান সুফিল। জয়ের সুবাস গায়ে মেখেই মাঠ ছাড়ে লাল সবুজের দল।
এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট বাংলাদেশের। ‘বি’ গ্রুপে শীর্ষে আছে তারা। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা।