জামালপুরে করল্লা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কৃষককুল স্বাবলম্বি
সারা দেশের ন্যায় জামালপুরে করল্লা চাষ দিন দিন বৃদ্ধি পেয়েছে। কৃষক বান্ধব আওয়ামীলীগ সরকার কৃষি অর্থনীতি জাগ্রত করার লক্ষ্যে কৃষি বিভাগরে মাধ্যমে বিশমুক্ত করল্লা চাষ করার উদ্যোগ নিয়েছিলো। কৃষি বিভাগ তা বাস্তবায়ন করায় জেলার ৭টি উপজেলায় ব্যপক আকারে বিষমুক্ত করল্লা চাষ জনপ্রিয়তা লাভ করেছে।
জানা যায়,জামালপুর সদর উপজেলাধীন লক্ষীর চর,রায়েরচর, টেবিরচর, তুলশীরচর, চরগজারিয়া, কাজিয়ারচর সহ আরো বেশ কয়েকটি এলাকায় করল্লা চাষ বৃদ্ধি পেয়েছে। সরেজমিনে এ এলাকা ঘুরে দেখা ও জানা গেছে করল্লা চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগ ব্যপক সহায়তা করেছে।
কথা হয় লক্ষীরচরের কৃষক ফারুক (৪৮) সাদেক(৪২) এর সাথে তারা এ প্রতিবেদক কে বলেন, জৈব সারের উপর নির্ভর করে করল্লা চাষ হয়েছে। কৃষি বিভাগ এ কাজে ব্যপক সহায়তা করেছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে সরকারের নিদেশ ছিলো বিষমুক্ত সবজি চাষ করা। সরকারি নির্দেশে কৃষি বিভাগ তা বাস্তবায়ন করছে। বিষমুক্ত করল্লা চাষের জন্য কৃষি বিভাগ মাঠপর্যায়ে উদ্বুদ্ধকরণ সহ প্রশিক্ষণ দেয়া হয়েছে। যার জন্যে করল্লা চাষ ব্যপক আকার ধারণ করছে।
সরকারী নির্দেশ কৃষি বিভাগ বাস্তবায়ন করায় মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় বিষমুক্ত করল্লা চাষ বৃদ্ধি পেয়েছে। এ উপজেলা গুলোর এমন কোন এলাকা নেই বিষমুক্ত করল্লা চাষ না হচ্ছে।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে,বিষমুক্ত সবজী চাষের লক্ষ্যে সরকার সফল কর্মসূচী হাতে নেয়ার কারণে প্রায় সকল কৃষক বিষমুক্ত করল্লা চাষ করে কৃষি শিল্পে নজীর স্থাপন করেছে।
কথা হয় ঝগড়ার চরের আয়নাল (৫০) এর সাথে তিনি বলেন,কৃষক বান্ধব আওয়ামীলীগ সরকার কৃষি শিল্প কে আধুনিকায়ন করেছে। উন্নত প্রযুক্তির ব্যবহার সহ করল্লার উচ্চ ফলন শীল বীজ সরবরাহ করায় কৃষককূল স্বাবলম্বিতা অর্জন করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন