‘জায়ানের বাবা প্রিন্সের শারীরিক অবস্থা আশঙ্কাজনক’
শ্রীলংকার কলম্বোয় বোমা হামলায় আহত মশিউল হক চৌধুরী প্রিন্সের দুই পা ‘ড্যামেজ’ হয়ে গেছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার ঢাকার বনানীতে প্রিন্সের শ্বশুর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের (এমপি) বাসায় যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শেখ ফজলুল করিম সেলিমকে সান্ত্বনা দেওয়া শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী ।
মশিউল হক চৌধুরী প্রিন্স তার স্ত্রী শেখ সোনিয়া (শেখ সেলিমের কন্যা) ও দুই ছেলেকে নিয়ে শ্রীলংকায় বেড়াতে গিয়েছিলেন। কিন্তু রোববারের বোমা হামলায় প্রাণ হারায় তার ছেলে জায়ান।
আহত হন প্রিন্স। তিনি জায়ানকে নিয়ে হোটেলের নিচে খেতে গিয়েছিলেন, সে সময়ই বিস্ফোরণ ঘটে। হোটেলকক্ষে থাকায় বেঁচে যান সোনিয়া ও তাদের আরেক সন্তান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রীলংকার বোমা হামলায় আহত জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্সের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার দুই পা ড্যামেজ হয়ে গেছে।
জায়ানের মরদেহ আগামীকাল মঙ্গলবার দেশে আনা হবে। তবে তার বাবা প্রিন্সকে কবে দেশে আনা হবে তা জানা যায়নি।
এদিকে জায়ানের মরদেহ আনতে রাতেই কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়েন তার নানি ও ছোট মামা শেখ নাইম। বড় মামা শেখ ফাহিম প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রনাই সফরে গেলেও তিনি সেখান থেকেই কলম্বোয় চলে গেছেন।
তিনটি গির্জা, চারটি হোটেলসহ আটটি স্থানে ভয়াবহ এ বোমা হামলায় সোমবার সকাল পর্যন্ত ২৯০ জন নিহত হওয়ার খবর মিলেছে। আহত আছেন সাড়ে ৪ শতাধিক মানুষ। নিহতদের মধ্যে বিদেশি রয়েছেন ৩৫ জনের বেশি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন