টাঙ্গাইল-৭ আসনে আবারো বিজয়ী আওয়ামীলীগ মনোনীত খান আহমেদ শুভ
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। নৌকা মনোনীত খান আহমেদ শুভ পেয়েছেন ৮৮ হাজার ৩৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকারী মীর এনায়েত হোসেন মন্টু পেয়েছেন ৫৭ হাজার ২৩১ ভোট।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন বলেন, ১২৭টি কেন্দ্রে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। নৌকা মনোনীত খান আহমেদ শুভ ৮৮ হাজার ৩৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী হাতুড়ী প্রতিকে ২৬৫ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের আরমান হোসেন তালুকদার গামছা প্রতীকে ১৩৪০ ভোট, জাতীয় পার্টির জহিরুল ইসলাম জহির লাঙ্গল প্রতীকে ৩৬৮ ভোট, জাতীয় সমাজ তান্ত্রিক দল মঞ্জুর রহমান মজনু মশাল প্রতীকে ১৫৩ ভোট, জাকের পার্টির মোক্তার হোসেন গোলাপ ফুল প্রতীকে ৫১২ ভোট ও বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী ডাব প্রতীকে ১০৫ ভোট পেয়েছেন।
এ উপজেলায় ১টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে মোট ভোটার ৩ লক্ষ ৫৮ হাজার ৪৩২। ১২৭ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৭শত ৬৮, বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৩৬৮, বাতিলকৃত ভোটের সংখ্যা ২৪শত ০১ এবং প্রদত্ত ভোটের শতকরা হার ৪২.০৬।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন