ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে দুইবার ভোট দিলেন নিলি রানী
ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দুইবার ভোট দিয়েছেন নিলি রানী নামের এক নারী। তবে তার একটি ভোট গ্রহণ হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে পীরগঞ্জ লোহাগাড়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে ভোট দিতে আসেন নিলি রানী। কেন্দ্রে ভ্রাম্যমাণ বুথের ২ নম্বর কক্ষে লাইনের প্রথমে দাঁড়িয়ে ছিলেন তিনি। ভোট গ্রহণ শুরু হলে ইভিএম মেশিনে এবারই প্রথম ভোট দেন তিনি। বুথ থেকে বের হয়ে যাওয়ার সময় তাকে ভোট গ্রহণকারী কর্মকর্তা জানান, ইভিএম মেশিন ভোট গ্রহণ সম্পন্ন করতে পারেনি। পরে সাময়িক ভোট গ্রহণ বিলম্ব হওয়ার পর আবারও ভোট দেন তিনি৷
নিলি রানী বলেন, ‘চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এসে প্রথম লাইনে দাঁড়িয়েছিলাম। ভোটগ্রহণ শুরু হলে বুথের ২ নম্বর কক্ষে ভোট দিই। বুথ থেকে বের হয়ে যাওয়ার সময় আমাকে ভোট গ্রহণকারী কর্মকর্তা জানান, ইভিএম মেশিনে ক্রটির কারণে তার ভোট হয়নি। পরে আবার ভোট দিয়েছি।
চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আল মাবুদ বলেন, এ কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ৭০৬ জন। যথাসময়ে ভোট গ্রহণ শুরু হলে কয়েকটি মেশিনে ত্রুটির কারণে ভোট নিতে দেরি হয়। পরে বিষয়টি সমাধান হয়।
ঠাঁকুরগাও-৩ আসনের উপনির্বাচনে মোট ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রত্যেকটিতেই ইভিএম মেশিনে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোন অপ্রিতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন