ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী দিবস পালিত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২৪ তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলার ভোমরাদহ ইউনিয়নে শনিবার (২৭ এপ্রিল) সকালে কুশারিগাঁও কমিউনিটি ক্লিনিকে আয়োজনে ক্লিনিকের সামনে থেকে র্যালী বের করা হয়।
র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভোমরাদহ ইউনিয়নে সদস্য ও কুশারিগাঁও কমিউনিটি ক্লিনিকের সদস্য আব্দুল মজিদ, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রাসেল কবির, পরিবার কল্যান সহকারী উম্মে কুলসুম নুপুর প্রমুখ। র্যালী ও আলোচনা সভায় ক্লিনিকের দায়িত্বরত কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত: ২০০০ সালের ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন।
গত ২৬ এপ্রিল শুক্রবার হওয়ায় আজ ইউনিয়নের অন্যান্য কমিউনিটি ক্লিনিকগুলোতে দিবসটি পালন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন