ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৪ দলীয় জোট প্রার্থীকে জরিমানা

ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে নীতিমালা লঙ্ঘন করে পীরগঞ্জে নির্বাচনী সভা করায় ওয়ার্কাস পার্টির প্রার্থী ইয়াসিন আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার নজির মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।

সহকারী রির্টানিং অফিসার তকদির আলী সরকার জানান, গত রাত ১২ টা থেকে উপ-নির্বাচনী এলাকায় প্রার্থীদের সকল প্রকার সভা সমাবেশ বন্ধ ঘোষনা করে গনবিজ্ঞপ্তি জারি করা হলেও সোমবার বিকাল ৫ টার দিকে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় হাতুড়ি মার্কা প্রার্থী ইয়াসিন আলীর পক্ষে নির্বাচনী প্রচারণা সভার আয়োজন করা হয়। এতে সন্ধায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, নির্বাচনী সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সভাপতি সাদেক কুরাইশী, সাবেক এমপি ইমদাদুল হক, হাতুড়ি মার্কার প্রার্থী ইয়াসিন আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমূখ।