কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতে ৫টি যানবাহনকে জরিমানা এবং হাইড্রোলিক হর্ণ জব্দ

কুড়িগ্রামে শব্দ দূষণের অভিযোগে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন যানবাহনকে জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের সহায়তায় পৌর এলাকার ধরলা ব্রীজ সংলগ্ন কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬ অনুসারে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ও যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ০৫ টি পরিবহনকে মোট ৫ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয় এবং একইসাথে ১০টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এসময় অহেতুক হর্ণ বাজানো বা উচ্চ শব্দ তৈরি থেকে বিরত থাকার জন্য যানবাহনে শব্দ দূষণ বিরোধী বিভিন্ন স্টিকার লাগানো হয়।
ভ্রাম্যমান আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসীফ, রেদওয়ান ইসলাম।

এ ব্যাপারে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের অভিযান অব্যাহত আগামীতেও থাকবে।