ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আসন্ন পবিত্র মাহে রমজানে দ্রব্য মূল স্বাভাবিক রাখতে মতবিনিময়
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে নিত্যপণ্য দ্রব্যাদির মূল্য সহনশীল এবং আইনশৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা হয়েছে। বুধবার বিকেলে পীরগঞ্জ কমিউনিটি পুলিশিং-এর আয়োজনে থানা চত্বেরে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যাবসায়ী,বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি,সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ, সিনিয়র সহকারি পুলিশ সুপার মুনঞ্জুরুল আহসান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও কমিউনিটি পুলিশিং সদস্য সচিব রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, বিশিষ্ট্য ব্যাবসায়ী হাবিবুর রহমান নান্নু প্রমুখ।
এসময় পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, প্রিয়াংকা রেস্তোরার মালিক,আরসাদ হোসেন বাবু চৌধুরী, ইউপি চেয়ারম্যান যথাক্রমে হিটলার হক,গোলাম মোস্তফা,শহীদ হোসেন, বিবেকান্দ নিমাই,মোখলেসুর রহমান,জয়নাল আবেদীন,সনাতন চন্দ্র রায়, পীরগঞ্জের বিশিষ্ট্য ইট ভাটা ব্যাবসায়ী জাহিদুর রহমান,মিজান,বাবলা, পীরগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাহেব আলী সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন