ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খাঁনের স্মরণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডারের সাবেক কমান্ডার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খাঁনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ ফেব্রুয়ারী দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ স্মরণ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, সাবেক পৌর মেয়র কশিরুল আলম, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, উপজেলা আওয়াামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি কৃষ্ণ মোহন রায়, শামিমুজ্জামান জুয়েল, ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক, বীরমুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, প্রয়াত মুক্তিযোদ্ধ ইব্রাহিম খানের সহধর্মিনী উম্মে কুলছুম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নুরনবী চঞ্চল প্রমূখ।
পরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















