ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে দিনব্যাপী প্রণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ খ্রিঃ মেলা অনুষ্ঠিত হয়েছে।
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পৌরশহরের কেন্দ্রীয় স্কুল মাঠে অনুষ্ঠিত এ মোলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. হাফিজউদ্দিন আহম্মেদ।
পরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে আলোচনা সভায় গেষ্ঠ অব অনার হিসাবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক এমপি ইয়াসিন আলী, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক।
এছাড়াও উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমি আক্তার ওসি গুলফামুল ইসলামসহ সকল খামারি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা শ্রেষ্ঠ খামারিদের হাতে পুরস্কার তুলে দেন। এবার মেলায় ৪৯ টি স্টলে বিভিন্ন ধরনের পশু-পাখি প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রাসরণ কর্মকর্তা করিমুল ইসলাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন