তিন সিটিতে একক প্রার্থীর পক্ষে কাজ করবে ২০ দল
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে পুলিশের পক্ষ থেকে যে তদন্তের কথা শোনা যাচ্ছে তাতে উদ্বেগ জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোট নেতাদের জরুরি বৈঠক হয়। বৈঠক শেষে জোট সমন্বয়কারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলন করে বৈঠকের এ কথা জানান।
নজরুল ইসলাম খান বলেন, ‘ইউএনওদের নিয়ে সরকার যে গোপন তদন্ত করেছে তাতে ২০ দলের বৈঠকে উদ্বেগ জানানো হয়েছে।’
তিনি বলেন,‘তিন সিটিতে (রাজশাহী, সিলেট ও বরিশাল) একক প্রার্থীর পক্ষে কাজ করতে ২০ দল সম্মত হয়েছে। একক প্রার্থীর পক্ষে জোটের প্রতিটি নেতাকর্মী সমন্বিতভাবে কাজ করবে। ২০ দলের শীর্ষ নেতারা আজকের বৈঠকে এ বিষয়ে একমত হয়েছেন।’
রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন হবে আগামী ৩০ জুলাই।
সিলেটে জামায়াতের প্রার্থীকেই সমর্থন দেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও প্রার্থীতা প্রত্যাহারের সময় আছে। প্রার্থিতা তো প্রত্যাহারেরে সময় শেষ চলে যায়নি। পরবর্তীতে সে বিষয়ে জোটোর মতামত তুলে ধরা হবে।’
জামায়াত যদি প্রার্থিতা প্রত্যহার না করে সে ক্ষেত্রে বিএনপির প্রার্থী কি নির্বাচনে লড়বেন? জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, আমরা আগেই বলেছি তিন সিটিতে ২০ দল একক প্রার্থীর পক্ষে কাজ করবে। আলাদা কোনো প্রার্থী থাকবে না।
তিনি বলেন, ‘এটা নিয়ে জামায়তের সঙ্গে তাদের কোনো টানাপোড়ন হবে না। ২০ দলের একক প্রার্থীর পক্ষে কাজ করার বিষয়ে আজকের বৈঠকে সম্মত হয়েছে জামায়াত।’
‘আজকের বৈঠকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির দৃঢ় অবস্থানের সঙ্গে একমত হয়েছে ২০ দল। খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবি জানিয়েছে তারা। এ ছাড়া তার জামিন নিয়ে সরকার যে ছলচাতুরী করছে তার প্রতিবাদ জানিয়েছে ২০ দলীয় জোজ’,- বলেন বিএনপির এই নেতা।
নজরুল বলেন, গাজীপুর ও খুলনা সিটি নির্ববাচন সুষ্ঠু হয়নি, ২০ দল সেটি প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও জানানো হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকারের তামাশা ও আন্দোলনকারীদের ওপর হামলা, গ্রেফতার ও গুম করার প্রতিবাদ জানিয়েছে ২০ দল। এ ছাড়া কোটা সংস্কার আন্দোলন ও জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের দাবির প্রতিও জোটের পক্ষে সমর্থন জানানো হয়েছে।’
নজরুল বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ ও আন্তর্জাতিক বিশ্বকে আরও সক্রিয়ভাবে ভূমিকা পালন এবং মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগের দাবি জানিয়েছে ২০ দল।’
এ ছাড়া সারাদেশে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবির কথা জানান তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঢাকায় সফররত জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কোনো বৈঠক হয়েছে কি-না জানতে চাইলে সংবাদ সম্মলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘না সেভাবে বৈঠক হয়নি।’
ফখরুল বলেন, তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের মহাসচিবের কনসার্ন (উদ্বেগ) আছে, এটা তারা নিজেরাই জানিয়েছেন। তবে এখনও জাতীয় নির্বাচনের ৫ মাস সময় বাকি আছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন