তিশার মতো শক্তিশালী অভিনেত্রী এই মুহূর্তে বাংলাদেশে নেই : ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী বেছে বেছে কাজ করেন। তার নির্মিত ছবির সংখ্যাও হাতে গোনা। এ নির্মাতার সর্বশেষ ছবি ‘ডুব’। এতে অভিনয় করেছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ এবং ‘টেলিভিশন’ ছবিতেও নায়িকার চরিত্রে তিশা ছিলেন।
সম্প্রতি ‘শনিবার বিকেল’ নামে নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন ফারুকী। সেখানেও নায়িকা তিশা। বাংলাদেশের অন্য অভিনেত্রীদের ফারুকীর ছবিতে খুব একটা দেখা যায় না।
এ নিয়ে এক প্রশ্নের জবাবে ফারুকী বলেছেন, নিজের স্ত্রীর প্রশংসা আমার মুখে মানায় না। তবে তিশার মতো শক্তিশালী অভিনেত্রী এই মুহূর্তে বাংলাদেশে নেই বললেই চলে।
গত শুক্রবার বাংলাদেশ-ভারত-অস্ট্রেলিয়ার ৮১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজ। এ ছাড়া সহ-প্রযোজক হিসেবে রয়েছেন বলিউড অভিনেতা ইরফান খান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন