তেঁতুলিয়ার বাংলাবান্ধায় ব্যালট পেপার ছিনতাই, আটক ৫

পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়া উপজেলার বাংলবান্ধা ইউনিয়নর এক ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় বেশ কিছু ব্যালট পেপার ও টাকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর ২০২১) দুপুরে ইউনিয়নের সিপাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এক বাড়ি থেকে তাদের আটক করা হয়। তবে আটকদের পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশেই প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হয়তেছিল। দুপুরের দিকে কিছু সংখ্যক লোক লাঠিসোটা নিয়ে ভোট কেন্দ্রে হামলা করে এবং জোরপূর্বক কেন্দ্রে ঢুকে বেশ কিছু ব্যালট পেপার ছিনতাই করে পালিয়ে যায়। মুহূর্তেই ভোট কেন্দ্রের মাঠ শূন্য হয়ে পড়ে। এতে প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিলো ভোটগ্রহণ। পরে পুলিশ ও প্রশাসন এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্র সংলগ্ন একটি বাড়ি থেকে ৫ জনকে আটক করা হয়।

আটকদের বিষয়ে পরবর্তীততে প্রেস রিলিজ দেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।