ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/11/IMG_20221101_221023-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমানের সাথে বাংলাদেশ সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী Gwyn Lewis এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
মঙ্গলবার (১ নভেম্বর) সাক্ষাৎকালে সাম্প্রতিক বন্যা, ঘূর্ণিঝড় সিত্রাং এবং বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক বিষয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সারা দেশে ৪১৯টি ইউনিয়নে আনুমানিক ১০ হাজার ঘরবাড়ি এবং ৬ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে । প্রায় সাত হাজার আশ্রয়কেন্দ্রে ১০ লাখ মানুষকে নিয়ে আসা হয়েছিল জানিয়ে তিনি বলেন, ঘূর্ণিঝড় শেষে মধ্যরাত থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করে এবং সকালের মধ্যে সবাই আশ্রয়কেন্দ্র ত্যাগ করেন। ভোলা জেলার মনপুরাসহ বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত জেলাসমূহ থেকে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ ও তালিকা সরকারের হাতে এলে পরবর্তীতে করণীয় বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়া হবে ।
প্রতিমন্ত্রী আরো বলেন, গত ১২২ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা এবার আমরা মোকাবিলা
করেছি। সিলেট ও সুনামগঞ্জের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ জায়গা পানির নিচে ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও কার্যকর দিকনির্দেশনায় আমরা স্মরণকালের এ ভয়াবহ বন্যা সফলভাবে মোকাবিলা করেছি। এসময় মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন