শারদীয় দূর্গা উৎসব-২০২২ইং
দিনাজপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দিনাজপুর কোতোয়ালি থানার আয়োজনে থানা ভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ইউনিয়ন চেয়ারম্যানদের সাথে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুজন সরকার। কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ তানভিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকশি বাচ্চু, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, দিনাজপুর রাজ দেবোত্তর স্টেটের এজেন্ট রঞ্জিত কুমার সিংহসহ আরো অনেকে।
এস.আই আল হেলালের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শ্যামল চন্দ্র বর্মন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন