দেশে প্রথমবারের মানব টিস্যু ব্যাংক স্থাপনের উদ্যোগ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/07/প্রধানমন্ত্রী.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দেশে প্রথমবারের মানব টিস্যু ব্যাংক স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে, শরীরের যে কোন ক্ষত দ্রুত সারিয়ে তোলা যাবে।
বুধবার সকালে রাজধানীর শেরে বাংলানগরে আয়োজিত একনেক বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে ১০টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৬৬ কোটি ৫১ লাখ টাকা।
এছাড়াও প্রবাস ফেরত শ্রমিকদের পুনর্বাসনের জন্য ৪শ’ ২৭ কোটি টাকার একটি আলাদা প্রকল্প একনেকে উপস্থাপন করা হয়েছে। এর আওতায় নগদ অর্থসহায়তাসহ তাদের দক্ষতা কাজে লাগিয়ে দেশে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
এছাড়াও বৈঠকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩টি আন্ডারপাস ও একটি ইউলুপ নির্মিত প্রকল্প ও অষ্ট্রেলিয়ায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ প্রকল্পের প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হবে শিশু কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি ইউনিট। এছাড়াও মুন্সিগঞ্জের লৌহজং ও টংগিবাড়ি উপজেলার বিভিন্ন স্থানে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণের কাজ শুরু করবে পানি সম্পদ মন্ত্রণালয়। ঠাকুরগাওয়ে স্থাপন করা হবে বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প নগরী। এর বাইরে বৈঠকে বাকি তিনটি প্রকল্পের সংশোধিত প্রস্তাব উপস্থাপন করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন