নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/IMG_20230430_151156-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২শ ৮৬ জন সুফলভোগীর মাঝে ২টি করে ভেড়া, ২৭ কেজি করে ভেড়ার খাবার ও ভেড়ার গৃহ নির্মাণের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (৩০ এপ্রিল) বেলা ১২ টার সময় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. আব্দুল মালেক। ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন তান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, উপজেলা কৃষি অফিসার মোমরেজ আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল প্রমূখ।
আলোচনা সভা শেষে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীর প্রত্যেককে ২টি করে ২শ ৮৬ জন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষের মাঝে ৫শ ৭২টি ভেড়া, ২৭ কেজি করে ভেড়ার খাবার ও ভেড়ার গৃহ নির্মাণের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন