নওগাঁর পত্নীতলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
“স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ চত্বরে উপজেলার খামারি গনের গৃহপালিত পশু-পাখি প্রদর্শনী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ ( রাহাদ), উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ , পত্নীতলা থানার কর্মকর্তা ।
এ সময় পত্নীতলা উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী খামারি ও বিভিন্ন পেশাজীবীর মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উদ্যোক্তা ও খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন