নওগাঁর পত্নীতলায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির এর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হকের এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার গাফফার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা (প্রকল্প) অফিসার মোঃ শোয়েব খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস ষ্টোশনের ইনচার্জ মোঃ রায়হান ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান, বেসরকারি এনজিও সংস্থা কারিতাস এসএম আর পি প্রকল্পের মাঠ কর্মকর্তা এনামুল হক, শিক্ষার্থীবৃন্দ সহ সূধীজন প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন