নওগাঁর পত্নীতলায় এসিল্যান্ড সানজিদা সুলতানার বিদায়ী অনুষ্ঠান
বদলী জনিত কারণে নওগাঁর পত্নীতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানাকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে তাকে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকারের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলমের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা সানজিদা সুলতানা তার অনুভূতি প্রকাশ কওে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম খালিদ সাইফুল্লাহ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, চৌরাট শিবপুর বরেন্দ্র কলেজের অধ্যক্ষ দিপক কুমার সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার কুলসুম খাতুন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অন্যন্য কর্মকর্তাবৃন্দ।
শেষে বিদায়ী ওই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, আরএমও ডা. দেবাশীস রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডু সহ সকল কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, সূধীজন প্রমূখ।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদানের পর হতে উপজেলার দায়িত্ব পালকালে সকলের কাছেই একজন প্রিয় অফিসার হিসাবে পরিচিতি পেয়েছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন