নওগাঁর পত্নীতলায় ৪ ইউপিতে পুনঃভোট গ্রহণ, আ’লীগ ২, স্বতন্ত্র ২ প্রার্থী বিজয়ী
নওগাঁর পত্নীতলা উপজেলার চার ইউপির পাঁচটি কেন্দ্রের পুনঃভোট গ্রহণ সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আ’লীগের দু’জন এবং স্বতন্ত্র দু’জন প্রার্থী।
ঘোষনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক নৌকা প্রতীকে ৮ হাজার ৮৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারজানা পারভীন ঘোড়া প্রতীকে ৬ হাজার ৬২ ভোট পেয়েছেন। আকবরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওবায়দুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীকে ৪ হাজার ৫৬৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামান চৌধুরী (স্বতন্ত্র) আনারস প্রতীকে চার হাজার ৫১৭ ভোট পেয়েছেন।
পত্নীতলা ইউনিয়নে ওবায়দুল ইসলাম (স্বতন্ত্র) আনারস প্রতীকে ৬ হাজার ২৫৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) আশরাফুল আলম মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ১৭০ ভোট পেয়েছেন। কৃষ্ণপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঘোড়া প্রতীকে ৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্যামল মহন্ত ৬ হাজার ১০৯ ভোট পেয়েছেন।
পত্নীতলা উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাহিদুর রহমান বলেন পুনঃভোট সুষ্ঠ ও শান্তি পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারি সারাদেশের ন্যায় পত্নীতলা উপজেলার মোট ১১ ইউনিয়নে পঞ্চম ধাপের ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে বিশৃঙ্খলা ও নির্বাচনী সহিংসতার কারণে এর মধ্যে ৪টি ইউপির মোট ৫টি ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত রাখে পত্নীতলা উপজেলা নির্বাচন কমিশন। স্থগিত রাখা সেসকল ইউপিতে সোমবার পুনঃভোট অনুষ্ঠিত হয় ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন