নওগাঁর পত্মীতলায় প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও পুরষ্কার বিতরণ
নওগাঁর পত্মীতলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল’র আয়োজনে ‘প্রাণিসম্পদ প্রদর্শনী শনিবার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ( পাবলিক মাঠে) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ’র চেয়ারম্যান আব্দুল গাফফার, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন, জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্নাহ ঝর্ণা, থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, শিহাড়া ইউপি চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ, নির্মইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আমাইড় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান, ভেটেরিনারি সার্জন রফি ফয়সাল তালুকদার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম, কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, মৎস কর্মকর্তা আবু সাঈদ, নজিপুর প্রেস ক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, পতœীতলা প্রেস ক্লাবের সভাপতি বুলবুল চৌধুরি, ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান বিলাস প্রমূখ।
প্রদর্শনীতে ৪৪টি স্টল প্রদর্শন করা হয় এবং ১৮ জন খামারিকে পুরস্কার দেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন