নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-মেয়েকে মারপিটের অভিযোগ
নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মেয়ে ও মাকে মারপিট করে আহত ও শ্নীনতাহানির অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে রোববার (২৬ মার্চ) দুপুরে রাণীনগর উপজেলার ভান্ডারগ্রাম মন্ডলপাড়ায়।
নির্যাতনের শিকার মাবিয়া খাতুন (৫০) জানান, রাণীনগর উপজেলার ভান্ডারগ্রাম মন্ডলপাড়ার মৃত আমির মন্ডলের ছেলে প্রতিবেশী হাবিজার মন্ডল (৫৫) এর সাথে আমার জমিজমা নিয়ে বিরোধ চলছিল। পাঁচ মাস আগে আমার নিকট হতে বাঁশের মই নিয়া যায় এবং ভাঙ্গিয়া ফেলে। মইয়ের কথা জিজ্ঞাসা করিলে মই তৈরি করে দিবে বলে কালক্ষেপন করতে থাকে। গত রোববার (২৬ মার্চ) দুপুর দেড়টাই আমার বসতবাড়ির সামনে দেখা পেয়ে মই বিষয়ে কথা বলতে যায়। প্রতিপক্ষ হাবিজার মন্ডল রাগারাগি করিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আমার বসতবাড়ির বেড়া হতে একটি বাঁশের লাঠি লইয়া আমাকে এলোপাথারীভাবে মারপিট এবং টানা-হেচরা করিয়া আমার মুখের ডান গালে আঘাত করে শ্লীনতাহানীসহ শরীরের বিভিন্নস্থানে ছিলাফোলা জখম করে। আমার চিৎকারে আমার মেয়ে এগিয়ে এলে তাকেও মারপিট করতে থাকে। এসময় এলাকাবাসি এগিয়ে এসে আমাকে ও আমার মেয়েকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।
এব্যাপারে প্রতিপক্ষ হাবিজার মন্ডল তাদের অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বাড়িতে তাদের মই চাইতে এসে আমাকেই বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং আমাকেই লাঠি দিয়ে মারপিট করে। আমি আদেরকে কোন মারপিট করি নাই।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মারপিট ও শ্লীলতাহানির বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনুগত ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন