নওগাঁর রাণীনগরে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী সাজেদুল ইসলাম (৩০)কে গ্রেফতার করেছে। বুধবার (৯ এপ্রিল) রাতে উপজেলার খট্রেশ্বর পশ্চিম পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাজেদুল ওই গ্রামের লতিফ উদ্দীনের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ মো: রায়হান জানান,আদালতের পরোয়ানা অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় সাজেদুল ইসলামকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলার পরোয়ানা ছিল এবং পলাতক ছিল। গ্রেফতার সাজেদুলকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।