নওগাঁয় পত্নীতলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত
নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস/২২ উদযাপন উপলক্ষে শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এবারের এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব সামসুর রহমান চৌধুরী বুলবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষক তছলিম উদ্দীন মিঞা।
জাতীয় মহিলা সংস্থার আমিনুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির স্বদেশ কুমুর মন্ডল, বাবু অজিত রায়, সুধীর তির্কী, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান, সাংবাদিক পরেশ টুডু, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্কাউট সদস্যবৃন্দ, সূধীজন প্রমূখ।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন