নতুন বছরে রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান চান ট্রাম্প
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG_20230102_192334-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন বছরে রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘অবশ্যই শান্তি চাই। এমন কোনো যুদ্ধে অবশ্যই জড়ানো উচিত নয়, যা সবার জন্য ক্ষতিকর।’ খবর রয়টার্সের।
ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে বর্ষবরণের পার্টিতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প একথা বলেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধে বহু মানুষের প্রাণ যাচ্ছে। অনেক দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশা করছি, রাশিয়া-ইউক্রেন দ্রুতই বিষয়টি বুঝে বেরিয়ে আসবে।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন বছরের শুভেচ্ছা বার্তায় পশ্চিমাদের দায়ী করেছেন। তিনি বলেন, শান্তির বিষয়ে মিথ্যা বলছে পশ্চিমারা। রাশিয়ায় বিভেদ বপন করার জন্য ইউক্রেন ও দেশটির জনগণকে ব্যবহার করছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন