নববর্ষের শুভেচ্ছা বার্তায় ইউপিডিএফ জনগণ ভয়-ভীতিহীন মুক্ত পরিবেশ চায়
পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর সভাপতি প্রসিত খীসা বৃহস্পতিবার(১৩ই এপ্রিল) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বার্তায় পাহাড় ও সমতলের জনগণের প্রতি বাংলা নববর্ষের শুভে”ছা জানিয়েছেন।
জীর্ণ পাতার মতো বহুল বিতর্কিত নৈশ ভোটে ক্ষমতাসীন সরকারকেও বিদায় নিতে হবে মন্তব্য করে শুভেচ্ছা বার্তায় ইউপিডিএফ নেতা বলেন, পাহাড় ও সমতলের জনগণ ভয়-ভীতিহীন মুক্ত পরিবেশে জীবন-যাপন করতে চায়। দেশে একটি সত্যিকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষে পাহাড় ও সমতলে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সংবাদ মাধ্যমে প্রদত্ত নববর্ষের শুভেচ্ছা বার্তায় ইউপিডিএফ নেতা রাষ্ট্রীয় সংস্থার মদদে রোয়াংছড়িতে ৮বম পাড়াবাসীকে হত্যাসহ পাহাড়ে নানা ধ্বংসাত্মক কাজে লিপ্ত অপরাধীচক্র ও চিহ্নিত কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীসমূহকে পাকিস্তানি দোসরদের পরিণতি স্মরণ করিয়ে দেন এবং ধ্বংসাত্মক পথ পরিহার করে তাদেরকে সমাজে ফিরে আসার আহ্বায়ক জানান। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্মাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জাননো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন