নরসিংদীতে আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
নরসিংদীতে ইনস্টিটিউশন অব ডিপোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার আইডিইবি জেলা শাখার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে সংক্ষিপ্ত আলোচনা শেষে ডিপোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় নরসিংদী পলিটেকনিকে এসে শেষ হয়।
র্যালী উদ্বোধন করেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রেজাউল করিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী ইউএমসি জুট মিলস্ লিঃ এর প্রকল্প প্রধান মোঃ মতিউর রহমান মন্ডল, নরসিংদী বেঙ্গল ইনস্টিটিউট অব টেকনোলজী’র প্রিন্সিপাল ও নির্বাহী পরিচালক কে এম জিয়াউল হক মার“ফ, জেলা আইডিইবি’র সভাপতি প্রকৌঃ মোশফিকুর রহমান খান আঙ্গুর, সাধারণ সম্পাদক প্রকৌঃ মোঃ মনিরজ্জামান, যুগ্ম সম্পাদক প্রকৌঃ মোঃ মোখলেছুর রহমান, প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক প্রকৌঃ মোবারক হোসেন, সদস্য সচিব প্রকৌঃ মোখলেছুর রহমান ভূঞা, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি (বাপশিস), নপই শাখার সভাপতি প্রকৌশলী এ, আলীম, সাধারণ সম্পাদক প্রকৌঃ মোঃ শাহনেওয়াজ, বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ (বাকাছাপ), জেলা শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান (সাফিন), সদস্য সচিব মোঃ আল ফাহাদ হোসেন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন