নরসিংদীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
কমিউনিটি পুলিশের মূলমন্ত্র “শান্তি-শৃংখলা সর্বত্র’ এই প্রতিপাদ্যে নরসিংদীতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২।
শনিবার (২৯ অক্টোবর) সকালে এই উপলক্ষে নরসিংদী পুলিশ লাইন্সে আলোচনা সভা করেছে জেলা পুলিশ।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী, (বিশেষ শাখা) মো: আল আমিন, (প্রশাসন), জায়েদ শাহরিয়ার, নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান সহ জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সংগঠক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জনগণের স্বার্থ রক্ষাশ পুলিশের গুরুত্ব, অবদান এবং কীভাবে পুলিশকে আরও গতিশীল করা যায় সেসব বিষয়ে আলোচনা করেন পুলিশ সুপার। অলোচনা সভা শেষে পুলিশ লাইন্স থেকে একটি র্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি আবারও পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন