নরসিংদীতে ঘুরতে যাওয়া ৪ তরণীকে শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/unnamed-file-10.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নরসিংদীর বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত নাগরিয়াকান্দি শেখ হাসিনা সেতু এলাকায় বিভিন্ন সময়ে তরুণীদের শ্লীলতাহানি, ছিনতাই বন্ধ করা এবং দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) সকালে নরসিংদী জেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ এপ্রিল সন্ধ্যায় নাগরিয়াকান্দি ব্রীজ সংলগ্ন বিনোদন এলাকায় ঘুরতে গেলে স্থানীয় সন্ত্রাসী নাহিদ, সানি, দোলন, দিপুসহ কতিপয় বখাটে ও সন্ত্রাসী একটি হিন্দু পরিবারের সদস্যদের উপর হামলা করে। এসময় তারা মেয়েদেরকে শ্লীলতাহানি, ছেলেদেরকে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এই ঘটনায় দায়ীদের আসামী করে সদর থানায় মামলা করেন ভুক্তভোগী পরিবার। বিভিন্ন সময়ে ওই এলাকায় তরণীদের শ্লীলতাহানীসহ প্রায়শই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রত গ্রেপ্তারের দাবি ও ওই এলাকায় নিরাপত্তা জোরদারের দাবী জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নরসিংদী পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পরিমল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপব চক্রবর্তী ও সাধারণ সম্পাদক অজয় গোস্বামীসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া বলেন, গত ১৫ এপ্রিলের ঘটনায় দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিনোদন কেন্দ্র নাগরিয়াকান্দি এলাকায় সন্ত্রাসী ও বখাটেদের উৎপাত বন্ধে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন