নরসিংদীতে রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১২

নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার চরাঞ্চলের কাচারিকান্দী গ্রামের মনার বাড়ি শাহ-আলম মেম্বার ও ফাজিলা বাড়ির ফজলু মেম্বারের ছেলে ও শাহ-আলমের নেতৃত্বে দুই গ্রুপের সংঘর্ষ।
সোমবার (১৭মে ২১) সন্ধায় দু’গ্রুপের সংঘর্ষে পিতা, হবি মিয়ার ছেলে ইয়াছিন (১৩) বুকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। দুই দলের মধ্যে আহত হয়েছে আরো কমপক্ষে ১২জন।
মৃত ইয়াছিন উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারি কান্দি গ্রামের ফাজিলা বাড়ির ফজলু মেম্বারের দলের বলে জানা গেছে।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল দে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















