নরসিংদীতে ২৪ ঘন্টায় আরও ৯০ জনের করোনা শনাক্ত
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় নতুন আরও ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৫ হাজার ১৫ জনে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো: নূরল ইসলাম।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ৩১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরটিপিসিআর ল্যাবে ২৫৪ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জন শনাক্ত ও ৬২ জনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৩ জন, রায়পুরাতে ৬ জন, বেলাবতে ৪ জন, মনোহরদীতে ৩ জন, শিবপুরে ১৩ জন ও পলাশ উপজেলায় ২১ জন। নমুনা সংখ্যা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৮ দশমিক ৫৭ শতাংশ।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৩ হাজার ২৫ জন, শিবপুরে ৪৩৬ জন, পলাশে ৭৯১ জন, মনোহরদীতে ২৬৪ জন, বেলাবোতে ২৩১ জন ও রায়পুরা উপজেলাতে ২৬৮ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩১ হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৪৯৫ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৪৩ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৪৫২ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৩ জন, পলাশের ০৬ জন, বেলাব ০৭ জন, রায়পুরা ০৮ জন, মনোহরদী ০৪ জন ও শিবপুরে ০৭ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন