নরসিংদীর মনোহরদীতে একদিনের নবজাতক উদ্ধার, খোঁজা হচ্ছে বাবা-মাকে
নরসিংদীর মনোহরদী থানা পুলিশ। রবিবার (১৩ নভেম্বর) সকালে মনোহরদী সরকারি কলেজের পশ্চিমে সড়কের পাশ থেকে কাগজে মোড়ানো নবজাতকটি উদ্ধার করা হয়। তার বয়স একদিন হবে বলে জানিয়েছেন মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। তবে তার বাবা মার সন্ধান মেলেনি।
জানা যায়, আজ সকালে শান্তা ইসলাম নামে এক নারী রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন। পরে তিনি ওই কলেজের সামনে পৌঁছালে নবজাতকের কান্না শুনতে পায়। এ খবর থানা পুলিশ জানার পর নবজাতককে উদ্ধার করে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটির শারীরিক অবস্থা বেশ ভালো। তারপর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিন তাকে পর্যবেক্ষণ রাখা হবে।
মনোহরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, কে বা কারা লোকচক্ষুর আড়ালে ওই নবজাতকে ফেলে রেখে পালিয়ে যায়। তার প্রকৃত বাবা-মাকে শনাক্তের চেষ্টা চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন