নরসিংদীর রায়পুরায় ব্যবসায়ী হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন
নরসিংদীর রায়পুরায় চাঁদা না দেয়ায় একটি সুপার মার্কেটের মালিক ব্যবসায়ী হাজী নান্নু মিয়াকে কুপিয়ে হত্যা চেষ্টাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্যরা ছাড়াও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে তার ছেলে দুলাল মিয়া অভিযোগ করে বলেন, সম্প্রতি স্থানীয় সন্ত্রাসী রবেল বাহিনী রাজ সুপার মার্কেটের মালিক ও ব্যবসায়ী নান্নু মিয়ার নিকট ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায় গত ২০ ফেব্রয়ারী রবেল বাহিনী ব্যবসায়ী নান্নু মিয়াকে কুপিয়ে আহত করে রবেল ও তার সহযোগী সন্ত্রাসীরা। বর্তমানে তিনি গুরতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
এঘটনায় আহত ব্যবসায়ীর স্ত্রী বাদী হয়ে রায়পুরা থানায় মামলা করার পর থেকে রবেল বাহিনী আরও ক্ষিপ্ত হয়ে পরিবারের অন্যান্য সদস্যদেরও হত্যা ও বাড়ি ছাড়া করার হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা। হত্যা, ভূমিদস্যুতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ওই সন্ত্রাসী বাহিনীর অব্যাহত হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ীর পরিবার। অবিলম্বে মূল হোতা রবেলসহ জড়িত অন্যান্য সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও বিচারের দাবি জানানো হয় মানববন্ধনে।
এই হামলার ঘটনায় এক আসামীকে গ্রেপ্তার ও রবেলসহ অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন