নরসিংদীর শিবপুরে শিয়ালের আক্রমণে ১৮ জন আহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/p-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নরসিংদীর শিবপুরে শিয়ালের আক্রমণে শিশু, বৃদ্ধ ও নারীসহ তিন গ্রামের অন্তত ১৮ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০ দিকে উপজেলার সৈয়দেরগাঁও, আব্দুলখানা ও ধানুয়া উত্তরপাডা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, শিবপুর আব্দুলখানা গ্রামের রতন চন্দ্র বর্মণ (৩০) খোকন (২৮), রেখা রানী বর্মণ (২৮), দীপক (১৮), আরতি (৫৫), তানজিদ (১১), আবু সাঈদ (৬০) তাদ্র বর্মণ (৭), মারফ (২২) নুরজাহান (৫৫)। আলমগীরের স্ত্রী ভাসানীর (২৭), রেজিয়া (৬০), মিঠুন (২০)সহ ১৮ জন। অন্যদের পরিচয় জানা যায়নি। আহতদের কে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার জন্য পাঠানো হয়।
উপজেলার আব্দুলখানা গ্রামে লিটন বর্মণ জানান, গতকাল রাত সাড়ে দশটার দিকে একটি শিযাল আমাদের মহল্লার যাকে যেখানে পেযেেছ কামড দিযেেছ। এমনকি ঘরের ভিতরে ঢুকেও কামডে দিযে গেছে। এভাবে আমাদের বাডীর আশেপাশের ১৩ জন কে কামড়িয়েছে।
তিনি আরও জানান, শিয়ালের কামড়ে আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিযে ভ্যাকসিনের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করা হয। সেখান থেকে ভ্যাকসিন দিয়ে তাদেরকে বাড়ি নিয়ে আসছি।
অন্যদিকে উপজেলা মাছিমপুর ইউনিয়নের ধানুয়া উত্তরপাডা গ্রামের জাহাঙ্গীর শেখ জানান, গতকাল রাত ১০ টার দিকে আমার ছোট ভাইয়ের বউসহ আরো চার-পাঁচজনকে পাগলা শিয়াল কামড় দিয়েছ। বর্তমানে এলাকায় শিয়ালের ভয়ে আতংক বিরাজ করছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা অফিসার ডা: ফারহানা আহমেদ জানান, শিয়ালের কামড়ের আহতদেরকে ভ্যাকসিন না থাকায় প্রাথমিক চিকিৎসা দিযে তাদেরকে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন