নাটোর জেলা তাঁতী দল সভাপতির হাত-পা ভেঙে দিল সন্ত্রাসীরা

নাটোর জেলার শহরতলীর দিঘাপতিয়া বাজারে বিএনপির দুই সিনিয়র নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচার চালানোর কারণে তাদের ওপর এ হামলা করে আওয়ামী লীগের কর্মীরা।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে জেলা জাতীয়তাবাদী তাঁতী দল ও দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের হাত পা ভেঙে দেয় সন্ত্রাসীরা। অন্যদিকে সকাল সাড়ে ৮টার দিকে একই বাজারে আবুল হাশেম গেদু নামে বিএনপির আরও এক নেতাকে মারপিট করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এদিকে এই হামলা আওয়ামী লীগের কর্মীরা করেছেন বলে দাবি করেন আহতদের পরিবারের সদস্যা। তারা অভিযোগ করেন- এ ঘটনায় পুলিশকে অবহিত করা হলেও তারা কোন পদক্ষেপ নেননি।

আহতদের পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়ে হাত-পা ভেঙে দেয় সন্ত্রাসীরা। পরে তার পরিবারের লোকজন কালামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতলে নিয়ে যায়। তার পরিবারের দাবি- ধানের শীষের প্রচার চালানোর কারণে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এ হামলা চালান আওয়ামী লীগের কর্মীরা।

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে একই বাজারে আবুল হাশেম গেদু নামে বিএনপির আরো এক নেতাকে মারপিট করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আবুল হাশেম গেদু জানান, তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন। নিরাপত্তার কারণে তিনি বাড়িতেই অবস্থান করছেন।

এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, তিনি রাজশাহীতে অবস্থান করছেন। তিনি এ ব্যাপারে কিছু জানেন না।