নেইমারকে দুর্দান্ত জয় উপহার ডি মারিয়ার
পিএসজির মূল একাদশে অ্যাঞ্জেল ডি মারিয়ার জায়গা মেলে কালেভদ্রে। আক্রমণভাগের কেউ ইনজুরিতে পড়লে বা কাউকে বিশ্রাম দেয়া হলেই কেবল একাদশে জায়গা পান তিনি। সুযোগ পেলে তার সদ্ব্যবহারে মোটেও ভুল করেন না এ উইঙ্গার।
ফের এর প্রমাণ পাওয়া গেল। আবারও জ্বলে উঠলেন আর্জেন্টাইন তারকা। তার জোড়া গোলে মার্সেইকে ৩-০ গোলে হারিয়ে ফরাসি কাপের সেমিফাইনালে উঠেছে পিএসজি। বাকি গোলটি করেন আগুনে ফর্মে থাকা এডিনসন কাভানি।
গত রোববার লিগ ওয়ানের ম্যাচে এ মার্সেইয়ের বিপক্ষে একই ব্যবধানে জয় পায় পিএসজি। তবে দুঃসংবাদ ছিল, সেই ম্যাচে গুরুতর চোট পান পিএসজির প্রাণভোমরা নেইমার। স্বাভাবিকভাবে এ ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি।
ওই ম্যাচে খেলা আরও সাতজনকে বসিয়ে রাখেন উনাই এমেরি। তবু জয়োৎসবে মাততে সমস্যাহয়নি দ্য পারিসিয়ানদের। তাদের আছে না একজন- ডি মারিয়া। অসাধারণ স্কিলের প্রদর্শনীতে নেইমারসহ গোটা দলকে দুর্দান্ত জয় উপহার দিয়েছেন তিনি।
বুধবার রাতে ঘরের মাঠে শুরু থেকে মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখে পিএসজি। তবে কাঙ্ক্ষিত সাফল্য মিলছিল না। বিরতির খানিক আগে গোলের অপেক্ষার অবসান হয় তাদের। এ সময় জুলিয়ান ড্রাক্সলারের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ডি মারিয়া।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোল পায় পিএসজি। ৪৯ মিনিটে ফের প্রতিপক্ষের জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন এ উইঙ্গার।
এগিয়ে বেশ আত্মবিশ্বাসী হয়ে ওঠে পিএসজি। প্রায় ৭৫ শতাংশ বল ধরে রাখে দলটি। ফলে ব্যবধান আরও বাড়তে সময় লাগেনি। ৮১ মিনিটে দুর্দান্ত ভলিতে গোল করে দলের জয় নিশ্চিত করেন ফর্মের তুঙ্গে থাকা কাভানি।
পিএসজির আসল লড়াইটা হবে আগামী ৬ ম্যার্চ। ওই দিন চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।ঘরের মাঠে রোনাল্ডোদের বিপক্ষেসেই অগ্নিপরীক্ষায় নেইমারহীন প্যারিসের দলটি উত্তীর্ণ হতে পারে কি না-তাই দেখার!
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন