ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিতে ‘ভুয়া মনোনয়ন’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার ব্যাপারে একটি মনোনয়ন ভুয়া বলে প্রমাণিত হয়েছে।

এই জালিয়াতির ব্যাপারে নোবেল কমিটি নরওয়ের পুলিশের কাছে অভিযোগ করেছে বলে জানা গেছে। অজ্ঞাতপরিচয় একজন আমেরিকান ‘বলপ্রয়োগের মাধ্যমে বিশ্ব শান্তি’ আনার জন্য ট্রাম্পের নাম নোবেল কমিটির কাছে পাঠিয়ে দেন বলে খবরে বলা হয়েছে।

অসলোর নোবেল ইনস্টিটিউটের পরিচালক ওলাভ নিওলস্টাড স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের স্থির বিশ্বাস যে এই মনোনয়ন জাল। এ ধরনের ভুয়া আমরা গত বছরও দেখেছি।’

নোবেল কমিটির বিবেচনার জন্য প্রতি বছর মনোনয়ন পাঠানোর শেষ তারিখ ৩১ জানুয়ারি। অক্টোবর মাসের গোড়ার দিকে এই পুরস্কার ঘোষণা করা হয়। আর প্রার্থীদের মনোনয়নের কাজটি চরম গোপনীয়তার মধ্যে চালানো হয়।

সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য, সাবেক নোবেল বিজয়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নির্বাচিত কিছু ব্যক্তিত্ব এই মনোনয়ন পাঠাতে পারেন।

সম্প্রতি ২০১৭ সালে নোবেল পুরস্কার পেয়েছিল পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন আইসিএএনডাব্লিউ।

মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে বারাক ওবামা ও বিল ক্লিনটন এ সম্মান অর্জন করেছেন। সূত্র : বিবিসি বাংলা।