নেত্রকোণার দুর্গাপুরে শিশুর প্রাণ গেল পানিতে ডুবে
নেত্রকোনার দুর্গাপুরে নদীর পানিতে ডুবে নাহিদ নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার(২আগষ্ট) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বনঁগ্রাম গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত নাহিদ ঐ গ্রামের সুজন মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,মা নাজমা খাতুন সংসার চালাতে অন্যের বাড়িতে কাজ করে। প্রতিদিনের মতোই আজও কাজে যায় সে। এদিকে বাড়ির পাশে নদীর পাড়ে খেলা করছিলো শিশু নাহিদ। খেলাধুলার এক পর্যায়ে সকলের অগোচরে হঠাৎ নদীর পানিতে ডুবে যায়। মা বাড়ি ফিরে শিশুটিকে না পেয়ে খোঁজাখঁজির শুরু করে। প্রায় দুই ঘন্টা পর নদীতে শিশুটির মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে।
এ ব্যাপারে চন্ডিগড় ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আলম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পরিবারটি নিতান্তই গরিব। শিশুর মা নাজমা খাতুন অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। আজও কাজের সূত্রে বাহিরে থাকায় শিশুটি খেলতে খেলতেই নদীতে পড়ে যায়। পরে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক(এসআই)আব্বাস আলী জানান,পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন