নেত্রকোণার মদনে দুস্তদের মাঝে ঈদ উপহার বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/04/IMG_20240406_133254-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নেত্রকোণা মদন পৌর কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গরীব অসহায় দুঃস্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (০৬ এপ্রিল) মদন সিএনজি ও অটোরিকশা মালিক সমিতির উদ্যোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগ সহ-সভাপতি পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ।
সৈয়দ মুরাদ মাহমুদ প্রিন্সের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা সিএনজি ও অটোরিকশা মালিক সমিতির সভাপতি এমএম সারোয়ার আলম রোকন ও নেত্রকোণা জেলা শ্রমিক নেতা মোঃ সহিদ মিয়া, রাজন মোর্শেদ।
এছাড়াও মদন উপজেলার মালিক সমিতি ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। এ সময় প্রায় শতাদিক অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ ছাড়া অনু্ষ্টানে উপস্থিত ছিলেন মদন প্রেসক্লাব প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন, নিজাম উদ্দিন তালুকদার, দেওয়ান আহসান করিম রানা, প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন