নেত্রকোনায় প্রতিপক্ষ খিরা ক্ষেত নষ্ট করে দিয়েছে কৃষকের দাবি, থানায় অভিযোগ
নেত্রকোণা মদন উপজেলার মদন ইউনিয়নের বারবুড়ি গ্রামের ফজলুর রহমান নামের এক কৃষকের দাবি, তার খিরা ক্ষেত প্রতিপক্ষের লোকজন নষ্ট করে দিয়েছে। অতঃপর ০৪ জনকে দায়ী কারে থানায় লিখিত অভিযোগ।
অভিযুক্তরা হলো, সঞ্জু মিয়া, সঞ্জু মিয়ার ছেলে- রিমন মিয়া ও সিজান মিয়া এবং বাবুল মিয়ার ছেলে আনিস মিয়া। তারা প্রত্যেকেই বারবুড়ি গ্রামের বাসিন্দা। মঞ্জু মিয়া বলেন, মুরগী নিয়া ঝামেলা হয়ছিলো। ফজলু রহমানের লোকজন আমার স্ত্রী ও সন্তানদের মার ধর করায় থানায় আমি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে ফজলু রহমান বলেন, মঞ্জু ও বাবুলের ছেলেরা আমার খিরা ক্ষেত নষ্ট করে ক্ষেত থেকে কিরা নেওয়ার সময় আমার ছেলে দেখে ফেলে। তাদের বাঁধা দিতে গেলে, থাকে মারধর করে এবং মেরে ফেলার হুমকি দেয়া। এতে আমার অনেক ক্ষতি হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
তদন্ত অফিসার এসআই জামিল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে অফিসার ইনচার্জ মহোদয়ের কাজে রিপোর্ট প্রধান করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন