নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিনব্যাপী কর্মশালা
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা, সিএইচসিপি, এএইচএসও সাংবাদিকদের অংশগ্রহনে ”প্রিভেনশান কন্ট্রোল এন্ড ইলেমিনেসান অফ ম্যালেরিয়া, কালাজ্বর, ফাইলেরিয়া, ডেঙ্গু, চিকনগুনিয়া, যক্ষা, কোভিড-১৯ এর উপর সচেতনতামুলক একদিনের কর্মশালা” অনুষ্ঠিত হয়।
শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কর্মশালায় সভাপতিত্ব ও প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন মেডিকেল অফিসার ডাঃ শ্রীকান্ত কর্মকার। অন্যান্যর মধ্যে আলোচনা করেন, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক ধ্রুব সরকার, ওয়ালী হাসান কলি, স্যানেটারী ইনিসস্পেক্টর মোঃ আলী আকবর, স্বাস্থ্য পরিদর্শক ও ইনচার্জ সুব্রত চক্রবর্তী প্রমুখ।
কর্মশালায় প্রধান আলোচক বলেন, উক্ত আলোচ্য বিষয়ের উপর আমরা সবাই যদি সামাজিক ভাবে সচেতন হই তাহলে উক্ত ব্যাধিতে কোন রোগী আক্রান্ত হবে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন